দুপচাঁচিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ১২:০৯

২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুপচাঁচিয়া বগুড়ার আয়োজনে গত ২ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসাবে এ বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল হক প্রামানিক। 

এ উপলক্ষে উপজেলা কৃষি অফিসার সাজেদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা কৃষকলীগের সভাপতি নূর ইসলাম টগর প্রমুখ। 

এ সময় অতিরিক্ত কৃষি অফিসার সালমা আক্তারসহ কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এদিন উপজেলার ৪’শ ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যেককে বিনামূল্যে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি আউশ ধানের বীজ বিতরণ করা হয়। 
                     
এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ