শ্যালো মেশিনে পানি খেতে গিয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ১০:০০

চুয়াডাঙ্গার জীবননগরে শ্যালো মেশিনে ওড়না পেঁচিয়ে মরিয়ম খাতুন নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩১ মার্চ) সন্ধ্যায় উপজেলার যাদবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মরিয়ম (৫) খাতুন উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামের মাঝেরপাড়ার মুদি ব্যবসায়ী হাফিজুর রহমানের মেয়ে। দুই ছেলে-মেয়ের মধ্যে মরিয়ম ছিল ছোট। একমাত্র আদরের মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে মাঠের ধান ক্ষেতে শ্যালো মেশিন দিয়ে জমি পানি দেওয়া হচ্ছিল। সন্ধ্যার আগে মরিয়মসহ ৪/৫ জন শিশু খেলার ফাঁকে শ্যালো মেশিনের পাইপে মুখ ঠেকিয়ে পানি পান করার সময় ওড়না মেশিনের চাকার মধ্যে ঢুকে পেঁচিয়ে গেলে শিশু মরিয়ম দূরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পরিবারের সদস্যরা মরিয়মকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এবিএন/জেডি

এই বিভাগের আরো সংবাদ