গোবিন্দগঞ্জে তেলের ড্রামে ৮৮ কেজি গাঁজা, গ্রেফতার ২

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ১২:২৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি পিকআপ গাড়িতে থাকা তেলের ড্রামের ভিতরে থাকা ৮৮ কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাব-১৩। এ সময় মাদকের সাথে জড়িত চালক বিপ্লব কুমার (৩০) ও হেলপার আসলাম হোসেন সাদ্দামকে (৩০) গ্রেফতার করা হয়।

শনিবার (৩০ মার্চ) বিকেলে র‌্যাব-১৩ (সিপিসি-৩), গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার মাদক কারবারি বিপ্লব কুমার কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নাইডাঙ্গা গ্রামের বিশ্বনাথ কুমারের ছেলে ও আসলাম হোসেন সাদ্দাম পুরুষাফেরুশা গ্রামের লোকমান মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সকালের দিকে র‌্যাব-১৩ (সিপিসি-৩), গাইবান্ধা ক্যাম্পের একটি দল গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এসময় গোবিন্দগঞ্জের ফাঁসিতলা নামক এলাকায় সন্দেহভাজন একটি পিকআপ গাড়ি তল্লাশি করা হয়। এতে থাকা একটি তেলের ড্রামের ভিতরে থাকা ৮৮ কেজি গাঁজা জব্দসহ মাদক কারবারীদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, এই ঘটনার সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃতদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/গালিব 

এই বিভাগের আরো সংবাদ