আজকের শিরোনাম :

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় নিহত ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ১৪:৫৭

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হলহলিয়া রেল ব্রিজ এলাকায় ট্রেনের ধাক্কায় মুকুল হোসেন নামে (২৮) এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত মুকুল জেলার আক্কেলপুর উপজেলার হাজরাপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। শুক্রবার (২৯ মার্চ) সকাল পৌনে এগারটার দিকে চিলাহাটি একপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আক্কেলপুর উপজেলার হাজরাপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মুকুল হোসেন দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে কাজ করতো। প্রায় দেড় মাস আগে পরিবারের লোকজনের সঙ্গে  ঈদ করতে মালয়েশিয়া থেকে বাড়ি এসেছেন। সকালে একই উপজেলার গণিপুর গ্রামে খালার বাড়িতে ঈদের বাজার দিতে যায়। সেখানে ঈদের বাজার দিয়ে বাড়ি ফেরার পথে হলহলিয়া ব্রিজের কাছে রেললাইন অতিক্রম করার সময় ঢাকা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় মুকুল হোসেন।

নিহতের খালা নাইচ আক্তার বলেন, সকালে ভাগিনা মুকুল তাকে ঈদের বাজার দিয়ে বাড়ি যাচ্ছিল। আমার বাড়ি থেকে যাওয়ার কিছু পরেই খবর পাই তার ভাগিনা রেললাইনে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। এ মৃত্যুর খবর যেন আমি মেনে নিতেই পারছি না।

নিহতের বড় ভাই কাঁঠালবাড়ী মোড়ের মুদির ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, প্রায় দেড় মাস আগে আমাদের সাথে একসঙ্গে ঈদ করবে বলে বাড়ি এসেছে। এর মাঝে তাকে বিয়ে দেয়ার জন্য বউ খোঁজা হচ্ছে। সেই আনন্দ যেন নিমষেই বিষাদে পরিণিত হলো। খালাকে ঈদের বাজার দিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোক্তার হোসেন বলেন, হলহলিয়া ব্রিজ এলাকায় ঢাকা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। এমন খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলেই নেয়া হবে আইনগত ব্যবস্থা।

এবিএন/সুজন কুমার মন্ডল/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ