আশাশুনিতে খাদিজা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তার চেক বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ১২:০১

চাম্পাফুল আপ্রচ মাধ্যমিক বিদ্যাপীঠের ৩ শিক্ষার্থীকে খাদিজা ফাউন্ডেশন শিক্ষা সহায়তার চেক প্রদান করেছে। শুক্রবার (২৯ মার্চ) এ সহায়তার চেক প্রদান করা হয়।

মরুহুম হাসমাতুল্যাহ সরদার ও মরুহুমা খাদিজা খাতুনের সন্তান-সন্তানাদিদেও অর্থায়নে পরিচালিত খাদিজা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী গোলাম মোস্তফা এর ব্যাবসায়ীক প্রতিষ্ঠানে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ চেক প্রদান করা হয়। ২০২৪ শিক্ষাবর্ষে চাম্পাফুল আঃপ্রঃচঃ মাধ্যমিক বিদ্যাপীঠের সুফল ভোগী ৪ জন শিক্ষার্থীর মধ্যে ৩ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা সহায়তার প্রথম সম্মানির অর্থ প্রদান  করা হয়। উল্লেখ্য খাদিজা ফাউন্ডেশন ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ছাদকায়ে জারিয়া মূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। 

এরই অংশ হিসাবে ইতিমধ্যে সহস্রাধিক বৃক্ষ রোপণ, মসজিদ সংস্কার, অস্বচ্ছল রোজাদারদের মধ্যে ইফতার সামগ্রী প্রদান, চাম্পাফুল বাজার মসজিদে পাঁচ শতাধিক মুসুল্লিদের প্রতি বছর ইফতারিতে মাসব্যাপী সুপেয় পানির ব্যাবস্থাসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে।

এবিএন/জি এম মুজিবুর রহমান/জসিম/গালিব 

এই বিভাগের আরো সংবাদ