আজকের শিরোনাম :

তালায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৮৫ হাজার টাকা জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ১৯:২০

তালায়  ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ১২ লিটার ভেজাল দুধ পার্শ্ববর্তী এতিমখানায় দান করেছেন ওই কর্মকর্তারা বলে জানা গেছে। বুধবার (২৭ মার্চ)  সকাল থেকে  দুপুরে খুলনা ও সাতক্ষীরা ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়।                                        

সাতক্ষীরা ভোক্তা অধিদপ্তরে উপ-পরিচালক নামজুল হাসান জানান, খাদ্যে ভেজাল অভিযান পরিচালনা করার সময় তালা উপজেলার জেয়ালা ঘোষপাড়ার  প্রশান্ত ঘোষের বাড়ি থেকে ১২শ লিটার  ভেজাল দুধ জব্দ করা হয়। একই সাথে তাকে  ২৫ হাজার টাকা জরিমানা করে খুলনা ভোক্তাঅধিদপ্তর। পরে পার্শ্ববর্তী ঢাকাফুড নামে একটি বেকারির দোকানকে  ১০ হাজার টাকাসহ বাইগুনি এলাকায় হলুদের মিলে ক্ষতিকর রং মেশানোর দায়ে নিত্য দাসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের পরিচালক দীপঙ্কর দত্ত, তালা উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক শরিফ মোহাম্মদ আব্দুল মতিনসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবিএন/সেলিম হায়দার/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ