আজকের শিরোনাম :

বঙ্গোপসাগরে চরদখল নিয়ে জেলেদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ১৭:২৯

বঙ্গোপসাগরের ফুসফুসের চরের দখল নিয়ে দু’গ্রুপ জেলেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহত জেলেদেরকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে পূর্ব সুন্দরবনের কটকা এলাকায় মাছ ধরার এ চর দখল নিয়ে সংঘর্ষ হয়।

শরণখোলা হাসপাতালে ভর্তি জেলেদের মহাজন উপজেলার রাজাপুর গ্রামের মোঃ রফিকুল ইসলাম জানান, তাঁর জেলেরা বঙ্গোপসাগরের ফুসফুসের চর এলাকায় মাছ ধরার জন্য জাল ফেলে। এ সময় বরগুনার পাথরঘাটার পদ্মা স্লুইস এলাকার হালিম খানের পুত্র রফিকুল ও তাঁর ২০/২৫ জন জেলে তিনটি ট্রলারে করে এসে তার জেলেদের উপর হামলা করে মাছ ধরা বন্ধ করে দেয়।

হামলায় তার ৫ জেলে আহত হয়। আহতরা হলেন উপজেলার উত্তর রাজাপুর গ্রামের দেলোয়ার হোসেন, কাওসার হোসেন, আসাদ, নাজমুল হোসেন ও মাসুম।

পূর্ব সুন্দরবনের এসিএফ শেখ মাহবুব হাসান জানান, সাগরের ফুসফুসের চরে দ’ুদল জেলেদের মারামারি শুনে বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে ফাকা গুলি করে জেলেদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

এবিএন/নজরুল ইসলাম আকন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ