আজকের শিরোনাম :

দেবহাটায় আশার আলোর আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ১৫:২৪

দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা আশার আলো আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  

উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বুধবার ২৭ মার্চ সকাল ১১টায়  থ্রিভিং লোকাল হেলথ সেন্টার দেবহাটা প্রকল্পের আওতায় এ্যামেরিকিয়ারসের সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএস সাখাওয়াত হোসেন। 

কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার আলোর নির্বাহী পরিচালক জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদ। 

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য/সদস্যাবৃন্দসহ কলেজের শিক্ষক, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ও মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকসহ বিভিন্ন সুধীজনেরা আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আশার আলো সংস্থার স্বাস্থ্য কর্মী রবিউল ইসলাম, আল আমিন হোসেন, রবিউল ইসলাম, ফজলু হক , মাধবি মন্ডল , রিক্তা পারভিন, রাকিবা খাতুন, অপর্ণা রায় , শিফালি পারভিন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আশার আলোর প্রজেক্ট অফিসার শেখ ইকবাল হোসেন।

এবিএন/আর.কে.বাপ্পা/জসিম/গালিব 

এই বিভাগের আরো সংবাদ