আজকের শিরোনাম :

মানিকগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ১৪:৫৮

মানিকগঞ্জের শিবালয়ে চাঞ্চল্যকর ও আলোচিত এক কিশোরী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিভিন্ন ছদ্মবেশে ৮ বছর ধরে পলাতক আসামি পলাশেেক গ্রেফতার করেছে র‌্যাব ৪, সিপিসি ৩ মানিকগঞ্জ এর একটি দল।

বুধবার (২৭ মার্চ) রাতে র‌্যাব ৪, সিপিসি ৩ মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. আরিফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে।

এর আগে বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকা থেকে পলাশকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. পলাশ জেলার দৌলতপুর উপজেলার বিষ্ণপুর এলাকার আনন্দের পুত্র।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও এজাহারের বিবরণে জানা যায় যে ভিকটিম শিবালয় থানাধীন মহাদেবপুর ইউনিয়নের বিলনালী সাকিনে বসবাস করতো। বিবাদী পলাশ মানিকগঞ্জ জেলার শিবালয় থানাধীন বিলনালী এলাকায় মাটি বহনের ট্রাকের ড্রাইভার হিসেবে কাজ করতো। ভিকটিম শিবালয় থানাধীন শাকরাইল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করতো। উক্ত এলাকায় কাজের সুবাদে বিবাদী পলাশ ভিকটিমের স্কুলে আসা যাওয়ার পথে ভিকটিমকে অনুসরণ করে প্রেমের প্রস্তাব দেয়। ভিকটিম বিবাদীর প্রস্তাবে রাজি না হওয়ায় বিবাদী ভিকটিমের উপর ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেয়ার সুযোগ খুজতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১ নভেম্বর ২০১৬ তারিখ সকালে ভিকটিম যথারীতি বাড়ি থেকে বের হয়ে শাকরাইল উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা করে মাঝামাঝি পথ আসলে পূর্ব থেকে ওৎপেতে থাকা বিবাদী পলাশ তাঁর অজ্ঞাতনামা সহযোগীরা ভিকটিমের মুখ বেঁধে অজ্ঞাতনামা মোটরসাইকেল যোগে জোড়পূর্বক ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে ভিকটিমকে তার বাড়িতে পাঠিয়ে দেয়। পরে ভিকটিম ঘটনার বিষয়ে তার পিতাকে বললে ভিকটিমের পিতা উক্ত বিষয়ে শিবালয় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিবাদী মোঃ পলাশ এর বিরুদ্ধে ঘটনার সত্যতা ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করে। বিজ্ঞ আদালত পর্যাপ্ত সাক্ষ্য প্রমান ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আসামি পলাশকে নাঃ শিঃ নিঃ দঃ আইন এর ৯(১) ধারায় গত ১২ মার্চ যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন।

র‌্যাব ৪, সিপিসি ৩ মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. আরিফ হোসেন জানান, মামলায় গ্রেফতার এড়াতে আসামি পলাতক থাকায় বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব ৪, সিপিসি ৩, মানিকগঞ্জের একটি চৌকশ আভিযানিক দল সোর্স নিয়োগ পূর্বক এবং র‌্যাব সদর দপ্তরের তথ্য প্রযুক্তির সহায়তায় ৮ বছর বিভিন্ন ছদ্মবেশে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পলাশকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ