আজকের শিরোনাম :

কচুয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ১২:০৯

নানা আয়োজনের মধ্যদিয়ে বাগেরহাটের কচুয়ায় মহান স্বাধীনতা দিবস-২০২৪ পালিত হয়েছে। সূর্য উদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির শুভ সুচনা করা হয়। 

এরপর সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ম্যুরালে একে একে পুস্পস্তবক অর্পন করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কচুয়া প্রেসক্লাব, উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ রাজনৈতিক সংগঠন। এদিন সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় সরকারি সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে, আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময়ে উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক,রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষক, ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। এর আগে দিন গণহত্যা দিবস উপলক্ষে বিশেষ মোনাজাত ও প্রার্থনাসহ রাত ১০টার পর ১ মিনিট  প্রতিকী ব্লাক আউট করা হয়।

এবিএন/শুভংকর দাস বাচ্চু/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ