আজকের শিরোনাম :

শরণখোলায় মৃত গরুর মাংস বিক্রি, ইউএনওকে দেখে পালালো কসাই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ১২:২৭

বাগেরহাটের শরণখোলয় উপজেলা রাস্তায় দাঁড়িয়ে মৃত গরুর মাংস বিক্রির সময় ইউএনওকে দেখে পালিয়ে গেল কসাই। রবিবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলা সদর রায়েন্দা বাজারের বান্দাঘাটা স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত গরুর মাংস বিক্রির খবর ফেইসবুকের মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। প্রশাসনের কাছে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম জানান, রবিবার বেলা ১২টার দিকে তাকে এক ব্যক্তি ফোন করে জানান, উপজেলার উত্তর কদমতলা গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে মাংস বিক্রেতা আঃ হালিম কসাই একটি মৃত গরু রাতে কোথাও থেকে চুরি করে এনে জবাই করে তাঁর মাংস স্থানীয় বান্দারঘাট নামক স্থানে বসে বিক্রি করছে। তখন তিনি তার ফোর্স নিয়ে দ্রুত ওই স্থানে চলে আসেন। দূর থেকে তাকে দেখে মাংস বিক্রেতা কসাই হালিম দৌড়ে পালিয়ে যায়। এ সময় ভ্যানে রাখা ড্রামভর্তি প্রায় এক মণ গরুর মাংস একটি মাথা ও একটি চামড়া উদ্ধার করে থানা হেফাজতে পাঠিয়ে দেওয়া হয়। পরে হালিম কসাইয়ের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী ও দুই ভাই ডালিম ও আলামিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে স্থানীয় পুলিশ প্রশাসনের হাতে সোর্পদ করেন। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে কসাই হালিমকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

এবিএন/নজরুল ইসলাম আকন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ