আজকের শিরোনাম :

দুমকিতে অজানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ৮ শিক্ষার্থী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ১২:১৭

দুমকি আপতুন্নেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ৮ জন শিক্ষার্থী অজানা রোগে আক্রান্ত হয়ে দুমকি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত হয়ে তারা অসুস্থ হয়ে পড়েছে, এতে ভয়ের কিছু নেই। 

স্কুলের প্রধান শিক্ষক মোসাঃ মাহমুদা আখতার বলেন, বেলা ১১টার দিকে ১০ম ও ৯ম শ্রেণীকক্ষে অজানা আতঙ্ক ছড়িয়ে পড়লে ১০ম শ্রেনীর তানিয়া, জুথী, বৃষ্টি, মারুফা, রূপালী, রত্না ও নবম শ্রেণীর মৌমিতা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে দুমকি  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুমকি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর শহিদুল আলম শাহীন জানান, এটা ভয়ের কিছু নয়। ওরা আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। বিকালের মধ্যে শিক্ষার্থীরা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে বলে আশা করি।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, এ ধরনের রোগ যাতে ভবিষ্যতে না ঘটে সে জন্য আমরা রমজানের পরে একটি মা সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

এবিএন/মোঃ আবদুল কুদ্দুস/জসিম/গালিব 

এই বিভাগের আরো সংবাদ