ভুরুঙ্গামারীতে ভারতীয় কাপড়সহ ২ চোরাকারবারি গ্রেপ্তার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ১৪:২৫

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে চোরাচালানবিরোধী এক বিশেষ অভিযানে দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সোনাতলী পুকুরপাড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 

শনিবার (২৩ মার্চ) সকালে গ্রেফতারকৃত আসামীদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের পূর্বভোট হাট গ্রামের আব্দুস সাত্তারের পুত্র আব্দুল হাকিম (২৮) ও মফিজুল হক (২৪)। 

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোর্শেদুল ইসলাম (পিপিএম), ভুরুঙ্গামারী সার্কেল, কুড়িগ্রামের নেতৃত্বে পুলিশের একটি দল সোনাতলী পুকুর পাড়ে অভিযান চালিয়ে ভারতীয় শুল্ক ফাকি দিয়ে চোরাচালান পথে নিয়ে আসা ৬৬১ পিস ভারতীয় কাপড় (শাড়ী ও থ্রি-পিছ) সহ তাদের হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে চোরাচালানে ব্যবহৃত দুটি অটোরিক্সা উদ্ধার করে পুলিশ। 

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।  

এবিএন/এ এস খোকন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ