আজকের শিরোনাম :

হবিগঞ্জে বিশ্ব পানি দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ১৪:৩০

নদী, ছড়া, পাহাড়, বনভূমি প্রকৃতির সৃষ্টি। যারা প্রাকৃতিক সম্পদকে ধ্বংস করতে চায়, প্রতিবন্ধকতা সৃষ্টি করে এদের প্রতিহত করতে হবে। পানি ছাড়া মানুষসহ কোনো প্রাণী বাঁচতে পারেনা। সুতরাং পানি অপচয় নয় বরং সংরক্ষণে যতœশীল হতে হবে।

বিশ্ব পানি দিবস উপলক্ষে আজ ২৩ মার্চ (শনিবার) বেলা ১১টায় "নিরাপদ পানি ও জলবায়ু রক্ষায় সচেতন হই" শীর্ষক এক আলোচনায় বক্তারা একথা বলেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা, খোয়াই রিভার ওয়াটার কিপার ও প্রতীক থিয়েটার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগান প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে। এতে শিক্ষার্থী, নাট্য ও সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন।

বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, প্রতীক থিয়েটার সভাপতি ডা: সুনীল বিশ্বাস। মূল বক্তব্য রাখেন খোয়াই রিভার ওয়াটারকিপার ও বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত গোয়ালা, সাংস্কৃতিক কর্মী শাকিল আহমেদ প্রমুখ।

তোফাজ্জল সোহেল বলেন, নদ-নদী, হাওর, পাহাড়ি ছড়া, বনভূমি প্রাকৃতিক সম্পদের সুন্দর একটি অঞ্চল হচ্ছে হবিগঞ্জ। কিন্তু গত দুই দশক ধরে পরিবেশ বিধ্বংসী কাজ কার্যকলাপের কারণে প্রাকৃতিক সৌন্দর্যের বিঘ্নিত হওয়া ছাড়াও বিভিন্ন স্থানে সুপ্রিয় পানির সংকট দেখা দিয়েছে। যে জন্য পরিবেশগত সংকট চরম আকার ধারণ করেছে।

তোফাজ্জল সোহেল আরো বলেন, প্রাকৃতিক সম্পদে ভরপুর হবিগঞ্জের পরিবেশ - প্রতিবেশ রুক্ষ বিপর্যস্ত হবার কথা নয়। নদী জলাশয় দখল দূষণের জন্য কিছু লোভী ও সংকীর্ণ মানসিকতার মানুষ জড়িত। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ গুলোর প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ বলেন, সাম্প্রতিক বছরগুলোতে প্লাস্টিক দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। প্লাস্টিকের গন্তব্য হচ্ছে নদী নালায়। বিভিন্ন পর্যায়ে সেগুলো মানব দেহে প্রবেশ করছে। তিনি বলেন, বিজ্ঞানীরা বলছেন, জলবায়ুর পরিবর্তনে বদলে যাবে আমাদের জীবন যাপন। পানির সঙ্কট তৈরি হবে। খাদ্য উৎপাদন কঠিন হয়ে পড়বে। এ থেকে আমাদের বাঁচতে হলে প্রাকৃতিক সম্পদ রক্ষায় সচেষ্ট থাকতে হব।

এবিএন/নুরুজ্জামান ভূইয়া/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ