আজকের শিরোনাম :

সরিষাবাড়িতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ১৬:৫৮

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন এবং তাঁর সহযোগী কামাল হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। একই ইউনিয়নের মহিলা গ্রামপুলিশ চাপারকোনা গ্রামের সুমুতুল্লাহর মেয়ে সীমা আক্তার(৩৫)। কামাল হোসেন মাজালিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। ২১ মার্চ গ্রামপুলিশ সীমা আক্তার বাদী হয়ে নারী নির্যাতন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। 

জানা গেছে, কামাল হোসেনের প্রলোভনে ওই গ্রামপুলিশের স্বামী সুরুজ মিয়াকে ডিভোর্স দিয়ে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে কামাল হোসেন ওই গ্রাম পুলিশকে বিয়ের আশ^াস দিয়ে ভাড়াটে বাসায় রাখে। ওই বাসায় কামাল হোসেনের ঘনঘন যাতায়াতের বিষয়টি বাইরে জানাজানি হয়। 

ইতোমধ্যেই গ্রামপুলিশ সীমা আক্তারকে বিয়ের জন্য কামাল হোসেনকে চাপ সৃষ্টি করলে টালবাহনা করে। গ্রামপুলিশ বিষয়টি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপনকে জানায়। গ্রামপুলিশকে চেয়ারম্যানের শিমলা ভাড়াটে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের কথাও মামলাও উল্লেখ করা হয়। ধর্ষণ ঘটনাটি বাইরে না জানাতে সীমাকে শ^াসিয়ে দেয়া হয়। সর্বশেষ ৫ মার্চ রাতে কামাল হোসেন বিয়ের আশ^াসে সীমার বাসায় গিয়ে ধর্ষণ করে। এরপর বিয়ে করতে অস্বীকার করায় ১৫ মার্চ আত্মহত্যার চেষ্টায় বিষপান করে। 

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক শহিদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। 

এবিএন/মোঃ শাহ জামাল/জসিম/গালিব 

এই বিভাগের আরো সংবাদ