চিরিরবন্দরে আগুনে পুড়ল নগদ টাকাসহ ৯ বসতঘর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ১৬:৪৭

দিনাজপুরের চিরিরবন্দরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় নগদ অর্থসহ ৯টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সৈয়দপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকান্ডের ঘটনাটি গত ২০ মার্চ বুধবার দিবাগত রাত আনুমানিক ২টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের বালাপাড়ায় ঘটেছে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জহুরুল হকের ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূর্হুতের মধ্যে আগুনের লেলিহান শিখা চর্তুদিকে অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে ফজলে হকের ৩টি, জিকরুল হকের ১টি, এনামুল হকের ১টি, জরিনা বেগমের ১টি, জহুরুল হকের ১টি ও মোস্তাফিজুর রহমানের ২টি ঘর ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকান্ডে নগদ টাকাসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনে বাড়ির লোকজনের কেবল পড়নের কাপড় ছাড়া কোনো কিছুই রক্ষা পায়নি। এ সংবাদ পেয়ে নীলফামারীর সৈয়দপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরিফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ১০ বান্ডেলটিন, ১৩ বস্তা শুকনা খাদ্যসহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫টি কম্বল ও নগদ ৩০ হাজার টাকা অর্থ সহায়তা করেন।  এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লায়লা বানু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম, নশরতপুর ইউপি সদস্য মো. ফরহাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

এবিএন/মো. রফিকুল ইসলাম/জসিম/গালিব 

এই বিভাগের আরো সংবাদ