আজকের শিরোনাম :

সুন্দরগঞ্জে গলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যা, স্বামী গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ১৬:৪৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে মাহমুদা আক্তার (২৪) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় স্বামী আব্দুল মালেককে (২৮) গ্রেফতার করেছে থানা পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আব্দুল মালেক উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। মাহমুদা একই ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের মেনহাজ উদ্দিনের মেয়ে। 

পুলিশ ও স্বজনরা জানায়, প্রায় ১২ বছর আগে উত্তর ধুমাইটারী গ্রামের মিনহাজ উদ্দিনের মেয়ে মাহমুদা আক্তারের সাথে গোপালচরণ গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে আব্দুল মালেকের বিয়ে হয়। বিয়ের পর ওই দম্পতির ঘরে জন্ম নেয় ২ সন্তান। বিয়ের পর থেকেই সময়ে অসময়ে মাহমুদা আক্তারকে মানসিক শারীরিক ভাবে নির্যাতন করেন স্বামী। এনিয়ে স্থানীয় ইউপি -চেয়ারম্যান-মেম্বার কয়েকদফা মীমাংসা করেন। তবু থেমে থাকেনি স্বামীর অমানবিক নির্যাতন। স্বামীর মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে মাহমুদা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। 

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুব আলম বলেন, মাহমুদা আক্তার নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনায় আত্মহত্যার করার প্ররোচনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ওই গৃহবধূর স্বামী আব্দুল মালেককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এবিএন/শাহ মো: রেদওয়ান/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ