শরণখোলায় আন্তর্জাতিক বন দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ১৬:৩৪

বাগেরহাটের শরণখোলায় আন্তর্জাতিক বন দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২১মার্চ) বেলা ১১টায় শরণখোলা বাজারের প্রদীপন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শরণখোলা রেঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম। 

রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সুরক্ষা প্রকল্পের চিকিৎসক ডা. তারেক হাসান চৌধুরী, সিএমসির সহসভাপতি এম ওয়াদুদ আকন ও কোষাধ্যক্ষ ফরিদ খান মিন্টু।

বক্তারা বলেন, সুন্দরবন রক্ষা করতে হলে বনের পেশাজীবীদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বনের ওপর নির্ভরশীলতা কমাতে পারলেই বন সুরক্ষিত থাকবে। 

এবিএন/নজরুল ইসলাম আকন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ