চিলমারীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ১৩:২৯

কুড়িগ্রামের চিলমারীতে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত হয়েছে। 

রোববার (১৭ জানুয়ারি) সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য  অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বঙ্গবন্ধুর জীবনী এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক, চিলমারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু প্রমূখ। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এবিএন/গোলাম মাহবুব/জসিম/গালিব 

এই বিভাগের আরো সংবাদ