আজকের শিরোনাম :

মেলান্দহে বঙ্গবন্ধুর শিশু ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ১১:৫৮

জামালপুরের মেলান্দহে বঙ্গবন্ধুর শিশু ভাবনা শীর্ষক আলোচনা সভা ১৭ মার্চ বিকেল ৩টায় রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিটির সভাপতি মোঃ শাহ জামাল (দৈনিক ইত্তেফাক/নিউ নেশন/৭১ টিভি)। বিষয় ভিত্তিক প্রবন্ধ পাঠ করেন-ইউনিটির সহসভাপতি-ফজলুল করিম (খবরপত্র)।

প্রধান আলোচক ছিলেন শেখ কামাল সরকারি কলেজের অধ্যক্ষ শফিউল আলম সপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ হারুন অর রশিদ। বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, দুরমুঠ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল খালেক, প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার কবি বিপ্লব সরকার, আলমগীর আহম্মেদ শাহজাহান (সংবাদ সারাবেলা), হাবিবুর রহমান কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষক-কর্মচারি কল্যাণ ট্রাস্টের সভাপতি মাসুদুর রহমান, স্বরকলার সভাপতি কবি শেখ ফজল, সম্পাদক জাকিরুল হক মিন্টু, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিডিয়া বিষয়ক সম্পাদক ফারুক আহম্মেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শেখ ফরিদ (বাংলাদেশ প্রতিদিন), জালালপুর থিয়েটারের সভাপতি এসএম আব্দুল্লাহ মিলিটারি, পৌর ছাত্র লীগের সভাপতি জাহিদুল ইসলাম, দারুসসুন্নাহ আইডিয়াল মাদ্রাসার পরিচালক নুরুন্নবী এবং কবি স্নিগ্ধ নজরুল প্রমুখ। 

এবিএন/মোঃ শাহ জামাল/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ