আজকের শিরোনাম :

নিকলীতে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ১৩:১০

কিশোরগঞ্জ নিকলীতে আজ ১৭ মার্চ ২০২৪ রবিবার নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আয়োজন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্ত্বশাসিত, ব্যাক্তির মালিকানাধীন ভবন, প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় পতাকা উত্তোলন করা হয়। 

সারা দিনব্যাপী অনুষ্ঠানে সকাল ১০টায় নিকলী উপজেলা পরিষদে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ/শ্রদ্ধাজ্ঞাপন করেন নিকলী উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, নিকলী থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সরকারি, বেরসকারি সকল প্রতিষ্ঠান। পুষ্পস্তবক অপর্ণ শেষে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবসের র‌্যালী করা হয়। সকাল ১০.১৫ টায় নিকলী উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী  জাতীয় শিশু দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী উদ্বোধন করেন। 

উক্ত অনুষ্ঠানে সহকারী শিক্ষা অফিসার মোঃ মাহমুদুল হাসান রবিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান মোঃ রুহুল কুদ্দুছ ভূঞা জনি। এ সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, সহকারি কমিশনার (ভূমি) প্রীতি লতা বর্মন, নিকলী থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ সজিব ঘোষ, উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ শামছুল হক রাকিব, মৎস অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আবু হানিফ, উপজেলা হিসাব রক্ষক অফিসার বাবুল কুমার দে, আনসার ভিডিপি অফিসার আবু বাক্কার ছিদ্দিক, মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ দীপক কুমার বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, সমাজ সেবা অফিসার অসিফ ইমতিয়াজ মনির, পল্লী উন্নয়ন অফিসার শেখ মোঃ মহসিন উদ্দিন, শিক্ষা অফিসার শাহনেওয়াজ বেগম, সমবায় অফিসার সালেহা খাতুন, সহকারী শিক্ষা অফিসার নাছিমা বেগম, তথ্য সেবা অফিসার তাছলিমা ফেরদৌসি, নিকলী জি.সি পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আবু বাক্কার সিদ্দিক, পল্লী বিদ্যুৎতের এজিএম মোঃ আশিকুর রহমান, সাংবাদিকবৃন্দ, পারভেজ আহম্মেদ, ইয়াকুব আলী মিলন, আব্দুল সালামসহ নিকলী উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। দুপুর ১.৩০ মিনিটে হাসাপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। সুবিধাজনক সময়ে বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়ত্ত্বশাসিত, ব্যাক্তির মালিকানাধীন ভবন স্থাপনা সমূহে সৌন্দর্যবর্ধন, সাজসজ্জা, আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। সকল মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে মিলাদ মাহফিল ও দোয়া/ প্রার্থনা করেন।

এবিএন/জয়দেব আচার্য্য/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ