চৌগাছায় বিনামূল্যে পাটবীজ পেল এক হাজার প্রান্তিক কৃষক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ১৬:৫৩

খরিপ-১ মৌসুমে পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যশোরের চৌগাছায় প্রণোদনা কর্মসূচির আওতায় এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্য পাটের বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কৃষি অফিস চত্ত্বরে এ বীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।

এ সময় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন। অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংহঝুলী ইউনিয়নের চেয়ারম্যান হামিদ মল্লিক, চৌগাছা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফর, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকতা শামীম খান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, তাপস ঘোষ, বিশ্বজিৎ রায় ও রাশেদুল ইসলাম।

অনুষ্ঠান শেষে ১ হাজার কৃষান-কৃষানির মধ্যে উন্নতমানের পাট বীজ দেওয়া হয়। এবার সেখানে ২১০০ হেক্টর জমিতে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ