Error!: SQLSTATE[HY000]: General error: 2006 MySQL server has gone away
Error!: SQLSTATE[HY000]: General error: 2006 MySQL server has gone away

গলাচিপায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ১৪:১৪

" ইলিশ হলো মাছের রাজা-জাটকা ধরলে হবে সাজা" এ শ্লোগানে আজ ১১ মার্চ সোমবার পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসন ও মৎস্য প্রাণিসম্পদ তথ্য দপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪ পালিত হয়।

এ সময়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিস চত্তর থেকে বর্ণাঢ্য আয়োজনে ব্যানার ও ফেস্টুন নিয়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন এলাকার জেলে, জনসাধারণ, আওয়ামী মৎস্যজীবী লীগ অঙ্গ সংগঠনে অংশগ্রহণে একটি বিশাল র‌্যালী বের হয়। পরে উপজেলা চত্তরে নির্বাহী অফিসার মোহাম্মদ  মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময়ে বিশেষ অথিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন, বিশেষ অতিথি পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল করিম, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, সাংবাদিক মু. জিল্লুর রহমান, মো: জহিরুল ইসলাম চয়ন, সাব্বির আহমেদ ইমন, শিশির রঞ্জন হাওলাদার, মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ হাসান সাবু প্রমূখ।

আলোচনায় ১০ ইঞ্চি বা ২৫ সেন্টমিটার ইলিশ ধরা, মজুদ/হেফাজতে রাখা (১) বছর অথবা ২ বছর সহ ৫ হাজার টাকা অথবা উভয় দন্ডে দণ্ডিত হওয়ার আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবেন বলে উল্লেখ করা হয়েছে। তাই সকলকে দেশের রুপালী সম্পদ রক্ষায় রাষ্ট্রীয় আইন মেনে চলার অনুরোধ জানান।

পরে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।

এবিএন/মু. জিল্লুর রহমান জুয়েল/জসিম/গালিব

Error!: SQLSTATE[HY000]: General error: 2006 MySQL server has gone away
Error!: SQLSTATE[HY000]: General error: 2006 MySQL server has gone away