চিলমারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ১২:৪৪

"দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কমকর্তার কার্যালয়ের  উপ-সহকারী প্রকৌশলী মো.আতিকুজ্জামান আতিক, উপজেলা নির্বাহী অফিসারের কাযালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসিম উদ্দিন,উপজেলা ফারার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শ্রী নায়ায়ন চন্দ্র,সাংবাদিক এস,এম নুরুল আমিন সরকার, ফ্রেন্ডশীপের সিনিয়র ম্যানেজার মো. মাহফুজার রহমান, সংঘ প্রকল্পের টেকনিক্যাল অফিসার প্রতিমা রাণী রায় প্রমুখ।

পরে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

এবিএন/গোলাম মাহবুব/জসিম/গালিব 

এই বিভাগের আরো সংবাদ