দৌলতপুরে ইউপি উপ-নির্বাচনে দুই প্রার্থী পেলেন সমান সংখ্যক ভোট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ১২:২৪

কুষ্টিয়ার দৌলতপুরের ৯নং রিফাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে অনুষ্ঠিত উপ-নির্বাচনে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়েছেন। এ কারণে কাউকে বিজয়ী ঘোষণা করতে পারেনি নির্বাচন কাজে নিয়োজিত রিটার্নিং কর্মকর্তা। এই দুই প্রার্থীর মধ্যে পুরনায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। 

এ নির্বাচনে মোট ৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন। তারা হলেন, ফারুক আলম (পান্না), জামিরুল ইসলাম, আব্দুল মান্নান বিশ্বাস ও মোঃ মেহেদী হাসান।

ভোট গণনা শেষে দেখা যায়, ফারুক আলম (পান্না) তার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৬১২৩ ভোট এবং আব্দুল মান্নান বিশ্বাস তার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬১২৩ ভোট। ফলে কাউকে বিজয়ী ঘোষণা করা সম্ভব হয়নি। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা অরুন কুমার মন্ডল জানান, এ দুই প্রার্থীর মধ্যে পুনরায় নতুন করে ভোট গ্রহণ করা হবে। 

এই প্রাথীর মধ্যে কতদিনের মধ্যে ভোট গ্রহণ করা হতে পারে জানতে চাইলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ জানান, নির্বাচন কমিশন সিদ্ধান্ত জানালে আমরা ভোট গ্রহণের ব্যবস্থা করব। আশা করছি খুব দ্রুত এ সিদ্ধান্ত আসবে বলে তিনি জানিয়েছেন।

এবিএন/জহুরুল হক/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ