সারিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ১১:০৪

“নারীর সমধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই শ্লোগানকে সামনে রেখে (৮ মার্চ শুক্রবার) বগুড়া সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। 

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। র‌্যালি শেষে পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভিন নাহার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিলন হোসেনসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইজিএ প্রশিক্ষক মৌসুমি আক্তার।

বক্তারা বলেন, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন রোল মডেল। জাতীয় উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

এবিএন/পাভেল মিয়া/জসিম/গালিব 

এই বিভাগের আরো সংবাদ