আজকের শিরোনাম :

নিকলীতে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৪, ১৭:০৫

কিশোরগঞ্জ নিকলীতে আজ ৭ মার্চ ২০২৪ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রতি বছরের ন্যায় সকাল ৯.৩০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নিকলী উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, নিকলী থানাসহ নিকলী উপজেলা সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান। 

আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানটিতে ইউডিএফ দূর্গা রানী সাহার সঞ্চালনায় সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার। 

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি প্রীতি লতা বর্মন, নিকলী থানা অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সজিব ঘোষ, কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মোাঃ শামছুর হক রাকিব, প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ আবু হানিফ, শিক্ষা অফিসার শাহনেওয়াজ বেগম, সমাজসেবা অফিসার মোঃ আসিফ ইমতিয়াজ মনির, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ মোঃ মহসিন উদ্দিন, মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ দীপক কুমার বিশ্বাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরাধন কুমার দেব, নিকলী জি.সি. পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ সাফি উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবু বাক্কর ছিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, মোঃ পারভেজ আহম্মেদ, মোঃ ইয়াকুব আলী মিলন, মোঃ আব্দুস সালাম, সাংবাদিক জয়দেব আচার্য্য, সাংবাদিক হাবিব মিয়া সহ নিকলী উপজেলার বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থীরা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমুখ। 

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

এবিএন/জয়দেব আচার্য্য/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ