দুপচাঁচিয়ায় জাতীয় বীমা দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ১৫:৩৫

‘করবো বীমা গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে ১ মার্চ শুক্রবার সকালে  উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথির  সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর লিঃ দুপচাঁচিয়া শাখার ডিপুটি জেনারেল ম্যানেজার শাহীনুর আলী মিয়া, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড দুপচাঁচিয়া শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার নূর আলম সিদ্দিক, জীবন বীমা কর্পোরেশন দুপচাঁচিয়ার শাখার ম্যানেজার ইনচার্জ সাইফুল ইসলাম, বীমা কর্মি হাওয়া বিবি প্রমুখ। 

এ সময় শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন। পরে বিমা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর পক্ষ থেকে মেয়াদ উত্তীর্ণ দুইজন গ্রাহকের মাঝে চেক হস্তান্তর করা হয়। 

এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ