রাজবাড়ীতে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের জনসাধারণের জন্য ১০ টাকার বাজার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ১৫:২৪

আসন্ন মাহে রমজানকে সামনে রেখে রাজবাড়ী সদরে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের জনসাধারণের  জন্য ১০ টাকায় রোজার বাজারের আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সুবিধাবঞ্চিত দুস্থ ও অসহায় দুই শতাধিক পরিবারের জন্য চাল, ডাল, ছোলা, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় হাজার টাকার দ্রব্য মাত্র ১০ টাকা প্রতিকী মূল্যে ক্রয় করেতে পেরেছেন। আয়োজকরা এই বাজারের নাম দিয়েছেন “ ১০ টাকায় রাজসিক বাজার” যেখানে প্রতিটি পণ্যের দাম মাত্র ১ টকা! 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজবাড়ী সদর উপজেলা পরিষদ হলে দিনব্যাপী ১০ টাকার এ সুপারশপে পণ্য কেনার কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ি সদর উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রকিবুল হাসান পিয়াল ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়রা সুলতানা। 

সভাপতিত্ব করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মোঃ জামাল উদ্দিন। ভোজ্যতেল, চাল-ডাল, ছোলা, লবণ, ডিম, মাছ, সবজি ও নুডলসসহ ১৬টি পণ্যের সমাহার ছিল সুপারশপে। ১০ টাকার টোকেন নিয়ে দুস্থ ও অসহায় মানুষজন চাহিদা মতো যেকোন ১০টি পণ্য বাছাই করে নিতে পেরেছেন।  

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ