বদলগাছীতে গাছে গাছে দুল খাচ্ছে আমের মুকুল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ১৫:০০

নওগাঁর বদলগাছীতে প্রতিটি গাছে গাছে দুলছে আমের মুকুল ও গুটি। চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে এই দৃশ্য। উপজেলার মথুরাপুর ইউপির গয়েসপুর গ্রামের আম চাষি আফাজ, মুঞ্জ চৌধুরী, গোলাপ বলেন আমরা আগে বুঝতে পারিনি যে আমের বাগান করে এত ল্যভবান হওয়া যায়। গত ৪ বছর ধরে বাগান সহ বাড়ীর আশেপাশে প্রর্তি জায়গায় নাক ফজলী, আমরুপালী, হাড়ী, ভাঙ্গা চারা রোপণ করে ছিলাম গত বছর বেশ লাভজনক টাকা পেয়েছি। এবার মুকুল ভালই আছে এবং গুটি দেখা দিয়েছে। 

উপজেলার সদর ইউপির কাদিবাড়ী গ্রামের আবুল হোসেন বাচ্চু, মনোয়ার হোসেন, এনামুল, জব্বার, আফতাব হোসেন বলেন, আগে চাঁপাইনবাবগঞ্জ আমের বিক্ষাত জেলা ছিল বর্তমান নওগাঁ জেলায় আমের জগৎ তৈরি হয়েছে। তারা বলেন, প্রতিটি গাছে আমের মুকুল ও গুটি দেখা দিয়েছে। উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন আমাদের জরিপ অনুযায়ী বদলগাছী উপজেলা ৫৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে এখন আমের মুকুল ঝরে গুটি দেখা দিয়েছে। আমরা আম চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছি এবার আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। 

এবিএন/হাফিজার রহমান/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ