আজকের শিরোনাম :

বাউফলে ২টি ক্লিনিক সিলগালা, ১ ভুয়া ডাক্তার গ্রেপ্তার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪১

পটুয়াখালীর বাউফলের অনুমোদনহীন দুইটি ক্লিনিক সিলগালা ও একজন ভুয়া ডাক্তার গ্রেপ্তার করা হয়েছে।  বুধবার দুপুরের দিকে উপজেলার কালিশুরী বন্দরে নিউ লাইফ ক্লিনিক ও ফেয়ার ক্লিনিক নামে অনুমোদনহীন দুইটি ক্লিনিক সিলগালা ও ফেয়ার ক্লিনিকের মালিক মহিউদ্দিন আহমেদ নামে একজন ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, অনুমোদনহীন ফেয়ার ক্লিনিকের মালিক মহিউদ্দিন আহমেদ দীর্ঘদিন যাবত বিভিন্ন ভুয়া ডাক্তারি ডিগ্রী ব্যবহার করে এলাকার রোগীদের সাথে চিকিৎসার নামে প্রতারণা করে চিকিৎসা সেবা দিয়ে আসছে। অভিযোগের ভিত্তিতে বাউফল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট প্রতীব কুমার কুন্ড বুধবার অনুমোদন না থাকায় নিউ লাইফ ক্লিনিক ও ফেয়ার ক্লিনিক সিলগালা করে দেন এবং ফেয়ার ক্লিনিকের মালিক মহিউদ্দিন আহমেদ নামে একজন ভুয়া ডাক্তারকে গেপ্তার করে এক মাসের কারদন্ড দিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে বাউফল থানা ওসি শোনিত কুমার গায়েন সত্যতাস্বীকার করে বলেন, ভুয়া ডাক্তার মহিউদ্দিন আহমেকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এবিএন/মোঃ দেলোয়ার হোসেন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ