রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন পাকুন্দিয়ার ওসি আসাদুজ্জামান টিটু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৫

রাষ্ট্রপতি পুলিশ পদক ২০২৩ (পিপিএম-সেবা) পেলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু। ২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত বার্ষিক পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রাপ্তদের ব্যাজ পড়িয়ে দেন। 

জানা যায়, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রসংসনীয় অবদানের জন্য তিনি এ পদক লাভ করেন। 

তিনি ২০১০ সালে আউটসাইড ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে চাকুরীতে যোগদান করেন। চাকুরী জীবনে তিনি ময়মনসিংহ জেলা পুলিশ, টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা জেলা পুলিশ এবং কিশোরগঞ্জের হোসেনপুর থানার অফিসার ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করেন।২০২৩ সালের ১১ ডিসেম্বর তিনি পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।  

এবিএন/শরীফ আহম্মেদ/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ