দুপচাঁচিয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৩

‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে এক র‌্যালি বের হয়ে সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও শিক্ষক রাজু আহম্মেদের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিক, সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, দুপচাঁচিয়া পৌরসভার প্যানেল মেয়র ইদ্রিস আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম, নূর মোহাম্মাদ আবু তাহের, উপজেলা প্রকৌশলী রুবেল হোসেন প্রমুখ। 

এ সময় তালোড়া পৌরসভার মেয়র আব্দুল জলিল খন্দকার, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আনোয়ার হোসেন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি-কর্মকর্তাগণসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ