রাজবাড়ীতে অস্ত্র-গুলি ও ককটেল বিস্ফোরকসহ গ্রেফতার ২

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪১

রাজবাড়ীর পাংশা উপজেলার কুঠিমালিয়াট এলাকা থেকে একাধীক মামলার আসামী দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ। এ সময় তাদের কাজ থেকে ২টি ওয়ান শুটারগান, ৪ রাউন্ড গুলি ও ৬টি ককটেল উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন কুঠিমালিয়াট পশ্চিমপাড়া গ্রামের মৃত কাদের মন্ডলের ছেলে মোঃ কফিল উদ্দিন ওরফে কইফে (২৭) ও কুঠিমালিয়াট মধ্যপাড়া এলাকার মোঃ আবু বক্কর সিদ্দিকের ছেলে শাওন (২২)। গতকাল ২৫ ফ্রেব্রুয়ারী রবিবার রাত ১১টার দিকে কুঠিমালিয়াট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমাবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।

গ্রেফতারকৃত আসামীরা মূলত সহযোগীদের নিয়ে দীর্ঘদিন যাবত অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে রাজবাড়ী জেলাসহ আশে-পাশের জেলায় চাঁদাবাজী, ডাকাতি, দস্যুতা ও খুনসহ বিভিন্ন ধরণের অপরাধ করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা থানার ওসি অফিসার ইনচার্জ জনাব স্বপন কুমার মজুমদার। 

অস্ত্র উদ্ধারের ঘটনায় পাংশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ