নিকলীতে স্থানীয় সরকার দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৫

কিশোরগঞ্জ নিকলীতে আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় নিকলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে, নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উদ্যাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

“স্মাট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবসের র‌্যালীটি নিকলী উপজেলা পরিষদ প্রাঙ্গণ হইতে যাত্রা শুরু করে নিকলী উপজেলা হাসপাতাল মোড় প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে সমাপ্ত হয়। 

ইউডিএফ দূর্গা রানী সাহার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ শামছুল হক রাকিব, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসন মোঃ রুহুল কুদ্দুছ ভুইয়া জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান রেজিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) প্রীতিলতা বর্মণ, নিকলী থানা অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন, মৎস অফিসার মোঃ জাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মুকিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত মোঃ দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু হানিফ, সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, পরিবার পরিকল্পনা অফিসার মোঃ আফতাব উদ্দিন, তথ্যসেবা অফিসার তসলিমা ফেরদৌসী,  নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ খাইরুল আলম, পরিসংখ্যান তদন্তকারী খায়রুল ইসলাম রাসেল, পরিসংখ্যান সহকারী মোঃ শফিকুল ইসলাম, পল্লী বিদ্যুতের এজিএম মোঃ আশিকুর রহমান, সাংবাদিকবৃন্দ সহ নিকলী উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ ও কর্মকর্তা কর্মচারীগণ। এদিকে বিশ্ব পরিসংখ্যান দিবস-২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

এবিএন/জয়দেব আচার্য্য/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ