কাউখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৩

পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন আলাদা আলাদাভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেন। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারের পুষ্প অর্পণ, প্রভাতফেরী, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কাউখালী উপজেলা পরিষদের উদ্যোগে রাত বারোটা এক মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করার মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ। সকাল ৭টায় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে শহীদ মিনার প্রাঙ্গণ পর্যন্ত প্রভাত ফেরী বর্ণমালা মিছিল অনুষ্ঠিত হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা সহকারী কমিশনার  (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিটন কৃষ্ণ কর। 

আলোচনা শেষে চিত্রাঙ্গন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ