নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা গভীর চক্রান্ত করেছিল : ডেপুটি স্পিকার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসনে চতুর্থ বার সাংসদ নির্বাচিত এবং দ্বিতীয় বার মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক টুকুকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। 

শনিবার বিকাল তিনটায় বেড়া উপজেলা আওয়ামী লীগ ও বেড়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে সিএন্ডবি গোল চত্বরে এক বিশাল নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ ও জেলা পরিষদের সদস্য মাসুদ রানার সঞ্চালনায় এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেড়া পৌর মেয়র এ্যাড. আসিফ শামস রঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যমনি বীর মুক্তিযোদ্ধা পাবনা-১ এর সাংসদ পুনরায় নির্বাচিত ডেপুটি স্পিকার আলহাজ এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেন, ৭ জানুয়ারি নির্বাচন নিয়ে দেশী-বিদেশি ষড়যন্ত্রকারীরা গভীর চক্রান্ত করেছিল। নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করতে বিভিন্ন কলা-কৌশলের আশ্রয় নিয়েছিল কিন্তু বাংলার জনগণ ব্যালটের মাধ্যমে তা প্রতিহত করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশবাসী আবারও রাষ্ট্র পরিচালনার ভার আওয়ামী লীগকে দিয়েছে। দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ক্ষমতা তুলে দিয়ে স্বাধীনতা পক্ষের শক্তি আবার প্রমান করেছে বাংলার মাটিতে স্বাধীনতা বিরোধী চক্রের কোন স্থান নেই। যারা উন্নয়নের ধারাকে প্রতিহত করতে চায়, যারা দেশে অরাজগতা সৃষ্টি করে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, যারা আওয়ামী লীগের মুখোশ পরে আওয়ামী লীগের ভিতরে থেকে দলের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের কঠিন ভাবে প্রতিহত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এ গুরু দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করবেন, নেত্রীর দেওয়া এ উপহার পাবনা-১ আসনের সকল মানুষের।

বিশাল এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ডেপুটি স্পিকারকে ফুলেল সংবর্ধনা জানান, বেড়া উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুব লীগ, কৃষক লীগ, ছাত্র লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, বেড়া মডেল থানা, নাগরিক কমিটি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ পেশাজীবী সংগঠন। 

এবিএন/নির্মল সরকার/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ