সাঘাটায় সুবিধাভোগীদের মাঝে ছাগল ও ভেড়া পালনের ঘর বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৭

গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ হলরুমে ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সুবিধাভোগীদের মাঝে ছাগল ও ভেড়া পালনের ঘর বিতরণ করা হয়েছে। এসব ঘর বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এমপি। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এ অনুষ্ঠানটির আয়োজন করে। 

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৮৪ জন সুবিধাভোগীর মাঝে ছাগল ও ভেড়া পালনের ঘর বিতরণ করা হয় বলে প্রাণিসম্পদ দপ্তর থেকে জানা গেছে। এছাড়াও উপজেলা ১০টি ইউনিয়নে ১০টি দুধ দহন মেশিন বিতরণ করা হয়েছে। 

বিতরণের পূর্বে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্যে এমপি রিপন বলেন, সড়ক ও নৌ রেল পথের উন্নয়ন ঘটিয়ে সাঘাটা-ফুলছড়ি উপজেলাকে উত্তরঞ্চলের রাজধানী বানানো হবে। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান, সাঘাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রেবা বেগম, সাঘাটা থানা অফিসার ইনর্চাজ মমতাজুল হক প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক। 

এবিএন/আসাদ খন্দকার/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ