আজকের শিরোনাম :

আগৈলঝাড়ায় ৮ প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৭

বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান চালানো হয়েছে। অভিযানে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে মেয়াদোর্ত্তীণ ঔষধ থাকায় ইসলাম মেডিকেল হলকে ৯ হাজার টাকা, মেডিসিন হাউজকে ২ হাজার টাকা, মা মেডিকেল হলকে ৬ হাজার টাকা, তালুকদার ডায়গনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টারকে ৪ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় গৈলা বাজারে ফারদিন পোল্ট্রি হাউজকে ২হাজার টাকা, মায়ের দোয়া স্টোরকে ২ হাজার টাকা, মায়ের দোয়া মাংসের দোকানে ৩ হাজার টাকাসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক ইন্দ্রানী দাস ও সুমি রানী মিত্র। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ