আজকের শিরোনাম :

রুমায় বিজিবির অভিযানে ১১৫ একর জমির পপিক্ষেত ধ্বংস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭

বান্দরবানের রুমায় বিজিবির এক বিশেষ অভিযানে পাহাড়ের দুর্গম এলাকায় চাষাবাদকৃত বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে প্রায় ৯:০০ ঘটিকায় রুমা ব্যাটালিয়ান (৯ বিজিবি) কর্তৃক অভিযানে ১১৫ একর জুড়ে চাষাবাদকৃত পপিক্ষেতটি স্থানীয়দের উপস্থিতিতে ধ্বংস করা হয়৷ রুমা ব্যাটালিয়ান জানায় ধ্বংসকৃত পপিক্ষেতের আনুমানিক মূল্য ২১ কোটি ৫৬ লক্ষ ২৫ হাজার টাকা। 

জানা যায়, ক্যাপ্টেন ওয়াজেদুল মাহমুদ আসিফ, এএমসি, রুমা ব্যাটালিয়ান এর নেতৃত্বে স্থানীয় সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ২নং রুমা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উংবাংকয় পাড়ার পার্শ্ববর্তি এলাকায় দুর্গম পাহাড়ের ঢালুতে  ১১৫ একর ভূমি জুড়ে চাষাবাদকৃত পপিক্ষেত গাছ, ফুল ও ফল সহ ধ্বংস করা হয়।

রুমা ৯ বিজিবি জানায়, বাংলাদেশের সার্বভৌমত্ব ও  সীমান্তের সুরক্ষা ছাড়াও তাদের দায়িত্বপূর্ণ দুর্গম পার্বত্য এলাকায় মাদক চোরাচালান নির্মূল ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এবিএন/চনুমং মার্মা/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ