আজকের শিরোনাম :

পায়রা বন্দরে বিনিয়োগ করবে ডেনমার্ক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২০

দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছে ডেনমার্ক। 

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরীর আমন্ত্রণে ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ডেনমার্ক দুতাবাসের একটি প্রতিনিধি দল কলাপাড়ার পায়রা বন্দর পরিদর্শন করবেন।

পায়রা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক, ট্রাফিক আজিজুর রহমান দ্য ডেইলি অবজারভারকে জানান, প্রতিনিধি দলের সঙ্গে বন্দর পরিদর্শন করবেন, মি. আলী মুস্তাক বাট (চার্জ দি অ্যাফেয়ার্স, কমার্শিয়াল কাউন্সিলর এবং হেড অব ট্রেড ও ডানিডা বিসনেস, ডেনমার্ক অ্যামবাসি), মিস সামিনা আহসান শাহরুখ (সিনিয়র ট্রেড অ্যাডভাইজর, ডেনমার্ক অ্যামবাসি),  মি. নিখিল দি লিমা (ব্যাবস্থাপনা পরিচালক, মারসক বাংলাদেশ লি. এবং গ্লোবাল লজিস্টিকস বাংলাদেশ লি.)। 

প্রতিনিধি দলটি ১৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৫টায় ঢাকা থেকে পায়রা বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। বেলা ১১টায় তাদের  পায়রা বন্দরে পৌঁছার কথা রয়েছে। পায়রা বন্দরে পৌঁছে ডেনমার্কের প্রতিনিধি দলটি পায়রা বন্দরের  চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরীর সঙ্গে  বৈঠক করবেন এবং পায়রা বন্দরের প্রকল্প এলাকা পরিদর্শন করবেন। 

এবিএন/তুষার হালদার/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ