আজকের শিরোনাম :

বোদায় রাইস ট্রান্সপ্লানের মাধ্যমে বোরো ধানের চাষ শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৯

পঞ্চগড়ের বোদায় রাইস ট্রান্সপ্লানের মাধ্যমে সমলয়ে চাষাবাদের আওতায় দেড়শত বিঘা জমিতে উচ্চ ফলনশীল জাতের বোরো চাষ করা হচ্ছে। চলতি রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় সমলয়ে চাষাবাদের প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লানের মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বোরো (হাইব্রীড) জাতের ধানের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

গত শনিবার উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের লাঙ্গল গ্রামে এই কার্যক্রমের উদ্বোধন করেন এবং এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির। 

উপজেলা কৃষি অফিসার আহমেদ রাশেদ উন নবীর সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধনী সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষি রাণী বর্মন, উপ সহকারী কৃষি কর্মকর্তা শিরিন আকতার ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সায়েদ জাহাঙ্গির হাসান সবুজ। 

এই রাইস ট্রান্সপ্লান পদ্ধতির আওতায় লাঙ্গল গ্রাম এলাকায় ৫০ জন চাষির দেড়শত বিঘা জমিতে উচ্চ ফলনশী জাতের বোরো চাষ করা হচ্ছে। এজন্য কৃষি সম্প্রসার অধিদপ্তর কৃষকদের বিনামুল্যে বীজ, সার, কৃষি যন্ত্রের মাধ্যমে রোপা লাগানো এবং হারভেস্টারের মাধ্যমে পাকা ধান কর্তন করার সহায়তা প্রদান করছে। কৃষকরা শুধু ক্ষেতের পরিচর্যা করবেন। কৃষি বিভাগ জানায়, সনাতন পদ্ধতির চেয়ে রাইস ট্রান্সপ্লানের মাধ্যমে সমলয়ে চাষাবাদে খরচ অনেক কম, ধার রোপণ এবং কর্তনেও কম সময় লাগে এছাড়া এই পদ্ধতিতে চাষ করলে ফলনও বেশী হয়। 

এবিএন/মোঃ লিহাজ উদ্দীন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ