আজকের শিরোনাম :

লক্ষ্মীপুরে উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের প্রচার শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫০

আসন্ন উপজেলা নির্বাচনের আমেজ শুরু মা হতেই  লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচার শুরু। লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ থানা নিয়ে মোট ২১টি ইউনিয়নের সমন্বয়ে সদর  উপজেলা হওয়ায় এখানে নির্বাচনি ডামাডোলটা একটু বেশিই বটে। এ উপজেলায় সম্ভাব্য কয়েকজন চেয়ারম্যান প্রার্থীর নাম উঠে এলেও তাদের মুখ থেকে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের দৌড় কেন্দ্রীয় আওয়ামী লীগের দিকে হওয়ায় মাঠে উপস্থিতি নেই। তারা মনোনয়ন পেতে বিভিন্নভাবে দৌড়ঝাপ শুরু করেছেন।

সম্ভাব্য প্রার্থীদের মধ্যে উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী ও একেএম সালাহ উদ্দিন টিপুর পেস্টুন বিভিন্ন স্থানে দেখা গেছে। বিভিন্নস্থানে হুমায়ুন কবির পাটওয়ারী জনসংযোগ শুরুও করেছেন। গত নির্বাচনে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরীর ভরাডুবি হলেও ভোটারদের অনেকের মুখে তার নাম শুনেছি। তবে তার পোস্টার পেস্টুন কোথাও চোখে পড়েনি। 

দীর্ঘ তিন মেয়াদ সম্পন্ন চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পাটওয়ারী সাংবাদিক অ আ আবীর আকাশকে বলেন- ‘আমি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার পর বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা আমাকে উপজেলা নির্বাচন করার সাহস যুগিয়েছে। আমি উপজেলার জনসাধারণের খেদমত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভিশন একচল্লিশ বাস্তবায়ন করার উদ্দেশ্যে একজন তৃণমূল কর্মী হয়ে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি।’

এদিকে শহর কেন্দ্রীক বর্তমান উপজেলা চেয়ারম্যান একেএম সালাহউদ্দিন টিপুর ছবি সম্বলিত পেস্টুনও প্রদর্শন করা হয়েছে। ক্রমান্বয়ে লক্ষ্মীপুর সদর উপজেলায় ব্যানার পেস্টুনের সংখ্যা বাড়ছে প্রার্থীদের সমর্থকদের।

সম্ভাব্য প্রার্থীরা যোগ দিচ্ছেন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে কাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।


এলাকায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশিরা ব্যানার, ফেস্টুন না টাঙালেও নিজেদের প্রার্থী ঘোষণা না করে কেন্দ্রমুখী হচ্ছেন। তবে এসব প্রার্থীদের কর্মী সমর্থকরা কেউ কেউ তাদের পছন্দের নেতার ছবির সাথে নিজের ছবি বসিয়ে পেস্টুন করে তারা নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকসহ নানাভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। এ উপজেলায় আওয়ামী লীগ ছাড়া অন্য কোনও দলের প্রার্থী এখনও মাঠে নামেনি বা নামার সম্ভাবনাও নেই।

ভোটাররা বলেছেন, প্রধানমন্ত্রী যেন একজন সৎ ও যোগ্যপ্রার্থী তাদেরকে উপহার দেন যিনি চেয়াম্যান হিসাবে জনগণের জন্য কাজ করবেন।

অন্যদিকে নেতারা জানান, প্রধানমন্ত্রী বা মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত দিবেন এখানকার নেতারা তার পক্ষে কাজ করবেন। তবে নিজেদের অবদানের কথা বলতে ভুল করেননি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশীরা।

২১টি ইউনিয়নের মধ্য ২টি থানা ও ১টি পৌরসভা নিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ গঠিত।

এবিএন/অ আ আবীর আকাশ/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ