পাকুন্দিয়ায় উদ্যোক্তা মেলা ও শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৮

আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও শীতকালীন পিঠা উৎসব শুরু হয়েছে। পাকুন্দিয়া পৌরসদর বাজারের গেন্দু মেম্বার মার্কেটের সামনে এ মেলার আয়োজন করে ভয়েস অব পাকুন্দিয়া (ভিওপি) নামের একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ। গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে শুরু হওয়া এ মেলা চলবে ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত। 

মেলায় ২০টি স্টলে উদ্যোক্তারা বাহারি শীতকালীন  পিঠা, ব্রস ও ফুল-ফলের চারার পসরা সাজান। প্রতিটি স্টলেই ছিল ক্রেতা সাধারণের উপছে পড়া ভিড়।

ভয়েস অব পাকুন্দিয়া (ভিওপি) নামের অনলাইন ভিত্তিক  ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা ও এডমিন এসএম রায়হান জানান, তরুণ উদ্যোক্তা তৈরিতে উৎসাহ প্রদান ও আবহমান বাংলার  শীতকালীন পিঠার আমেজ ধরে রাখতেই আমাদের  এই ক্ষুদ্রপ্রয়াস।

এবিএন/শরীফ আহম্মেদ/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ