চিলমারীতে পিপড়া ফাউন্ডেশনের কম্বল বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ১৩:০১

দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের চিলমারীতে শীতের প্রকোপ একটু বেশি। আর শীতকাল দীর্ঘস্থায়ীও হয় এই অঞ্চলে। গত কয়েকদিন ধরেই জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদ্যু শৈত্যপ্রবাহ। এই শীতে দুস্থ ও অসহায় মানুষজন মানবেতর জীবন যাপন করেন।

শীতার্ত এসব মানুষদের একটু উষ্ণতা দিতে পিপড়া ফাউন্ডেশন শীতবস্ত্র হিসেবে সাড়ে পাঁচশত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। শনিবার বিকেলে চিলমারী সরকারি কলেজ মাঠে এসব কম্বল বিতরণ করেন ফাউন্ডশনের পক্ষে মো. মিজানুর রহমান মানিক। তীব্র এই শীতে কম্বল পেয়ে খুশি মানুষজন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন, প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যাপক মনিরুল আলম লিটু, সহ-অধ্যাপক নুর ইসলাম, সহ-অধ্যাপক মোঃ মামুন অর রশীদ, নুর মোহাম্মদ, নুর আলম রাকু, শিক্ষক শাহিনুর ইসলাম মুক্তা প্রমুখ।

এবিএন/গোলাম মাহবুব/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ