পলাশবাড়ীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ১৩:৪০ | আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৩:৪৩

এতিম মাদ্রাসা শিক্ষার্থী, প্রতিবন্ধী, দুস্থ অসহায় ও ছিন্নমূল দরিদ্র শীতার্তদের মাঝে গাইবান্ধার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখার উদ্যোগে ৬শ’ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি প্রতি বছরই সমাজের চিহ্নিত সুবিধা বঞ্চিত ও অবহেলিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে।

এরই ধারাবাহিকতায় সদরের জামালপুর গ্রামে পলাশবাড়ী উলু-মুদ্দীন কওমী মাদ্রাসা, তারাবিয়াতুল সুন্নাহ মহিলা মাদ্রাসা, তাহফিজুল কোরআন রায়হানুল উলূম মাদ্রাসা শিক্ষার্থীসহ অন্যান্য মাদ্রাসা ও প্রতিবন্ধী সেবা সংস্থা (প্রসেস) ছাড়াও এলাকার দুস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পলাশবাড়ী শাখা ব্যবস্থাপক মো. কামরুল আহসান-এর সার্বিক তত্ত্বাবধানে এসব শীতবস্ত্র বিতরণ করেন ব্যাংকের এসটিও গোলাম সরোয়ার প্রধান, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আরাফাতুল ইসলামসহ অন্যান্যরা।  

অত্র ব্যাংক শাখার উদ্যোগে এলাকার প্রতিবন্ধী, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও এতিমসহ শ্রমজীবী দুস্থ অসহায় শীতার্তদের মাঝে গত দু’সপ্তাহে ৬শ’ কম্বল বিতরণ করেন। 

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ