আজকের শিরোনাম :

নাটোরে শত শীতার্ত অসহায় মানুষকে লেপ প্রদান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ১২:৩৪

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবনে শত শীতার্ত অসহায় মানুষকে আবরণসহ লেপ প্রদান করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শীতের হাসি’।

নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার পরিষদ চত্বরে রোববার রাতে সুবিধাভোগীদের হাতে লেপ হস্তান্তর করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই সমাজের অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটবে। আর এর মাধ্যমে অর্জিত হবে আমাদের কাংখিত মানসিক প্রশান্তি।

লেপ প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এবং ‘শীতের হাসি’র সভাপতি ও গণমাধ্যমকর্মী মো. মামুনুর রশীদসহ সদস্যরা।

‘শীতের হাসি’ সভাপতি মো. মামুনুর রশীদ জানান, দেশের দরিদ্র মানুষের অনেকের ঘরে শীত নিবারনের জন্য লেপ নেই। কনকনে শীতে এখনও মানুষ শুধু কাঁথা বা কম্বল নিয়ে অনেক কষ্টে রাত কাটান। তাদের কথা বিবেচনা করে গত ৪ বছরে শীত নিবারনে ৪০৭ জন অসহায় মানুষকে আবরণসহ লেপ প্রদান করা হয়েছে। এবার পঞ্চম বছরে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার ১০০ ব্যক্তিকে লেপ প্রদান করা হচ্ছে।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ