কয়রায় আইনশৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ১৭:১২

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাম। 

আরো বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, সহকারী কমিশনার (ভূমি) বিএম তারিক উজ-জামান, ওসি (তদন্ত) মোঃ টিপু সুলতান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, বিআরডিবি কর্মকর্তা হরষিত কুমার রায়, বন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, মোঃ মনিরুজ্জামান, শফিউর রহমান, ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, আলহাজ সরদার নুরুল ইসলাম কোম্পানি, আলহাজ আঃ ছামাদ গাজী, প্রেসক্লাব সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ। 

সভায় গত ডিসেম্বর মাসে মামলা জিরোটলারেন্স থাকায় আইনশৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেন উপজেলা চেয়ারম্যান। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার ৬৩টি ভোট কেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে সভায় অবহিত করা হয়। তবে মাদক অপরাধ এখনো নিয়ন্ত্রন হয়নি। সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার রোধ, প্রজনন মৌসুমে কাঁকড়া আহরণ ও হরিণ শিকারী রোধে বন বিভাগ সতর্ক রয়েছে বলে বন কর্মকর্তারা জানান। পরে একই স্থানে উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলামের সভাপতিত্বে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন, ভাইস চেয়ারম্যান এড. কমলেশ কুমার সানা, কৃষি অফিসার আব্দুল্যাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদ, সহকারী প্রকৌশলী মোঃ আফজাল হোসেন, মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার ঘোষ, সমাজসেবা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম সহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন সমন্বয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 

এবিএন/শাহীন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ