উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ১ জনকে গলা কেটে হত্যা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ১১:০১

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মো. করিম উল্লাহ নামে সাবেক সাব মাঝিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর ফলে গেল পাঁচ মাসে রোহিঙ্গা ক্যাম্পে একাধিক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় অন্তত ৪২ জন রোহিঙ্গার শরণার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ ই জানুয়ারি) রাত ৮টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-২০ এর এম ২৭ নম্বর ব্লকে এ ঘটনা ঘটেছে। নিহত করিম উল্লাহ ব্লক এম ২৭ এর ২০ নম্বর ক্যাম্পের গনি মিয়ার ছেলে। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ক্যাম্পের করিম উল্লাহ নামে সাবেক সাব মাঝিকে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আরসার সন্ত্রাসীরাই তাকে জবাই করে হত্যা করেছে।

পুলিশ ও রোহিঙ্গা শরণার্থীদের দেওয়া তথ্যমতে, গেল পাঁচ মাসে রোহিঙ্গা ক্যাম্পে নিহত হওয়া ৪২ জনের মধ্যে ১৬ জন রোহিঙ্গা (মাঝি) নেতা, ১১ জন আরসা সদস্য, একজন স্বেচ্ছাসেবক এবং অন্যরা সাধারণ রোহিঙ্গা ছিলেন।

এবিএন/জেডি

এই বিভাগের আরো সংবাদ