আজকের শিরোনাম :

সুন্দরগঞ্জে তীব্র শীতে জবুথবু জনজীবন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ১৭:২৭

তীব্র শীত ও হিমেল হাওয়ায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বত্রই জবুথবু হয়ে পড়েছে মানুষের জীবন যাত্রা। 

গত ৭ দিন থেকে উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় সাধারণ মানুষ ঘর থেকে বেড় হতে পারছেন না। খেটে খাওয়া মানুষজন ঘর থেকে বেড় হতে না পারায় মানবেতর জীবন যাপন করছেন। কাহিল হয়ে পড়েছেন বৃদ্ধ- বৃদ্ধাসহ শিশুরা। দিনের বেলায় সূর্যের মুখ দেখা যাচ্ছে না। ঘন কুয়াশার কারণে দিনের বেলাও রাস্তা-ঘাটে যান বাহন চলাচল  করছে আলো জ¦ালিয়ে। বোরো বীজতলাগুলো ফেকাশে বর্ণ ধারণ করছে। বিশেষ করে উপজেলার ৬ ইউনিয়নের চরাচঞ্চলের মানুষ তীব্র শীতে কাহিল হয়ে পড়েছেন। গরম কাপড় অভাবে তারা কাথা মুরি দিয়ে ঘরে বসে দিন পারি দিচ্ছেন। অনেকে খড় কুটা জ¦ালিয়ে শীতের ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন। উপজেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, সরকারি ভাবে এখন পর্যন্ত ৬ হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে যা বিতরণ করা হচ্ছে। যাহা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান, শীতার্থদের জন্য অতিরিক্ত গরম কাপড়ের চাহিদাপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 

এবিএন/শাহ মো: রেদওয়ান/জসিম/গালিব 

এই বিভাগের আরো সংবাদ